Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Technology

18 hours ago

WhatsApp new features: ডিপি বদলাবে এখন এক ক্লিকে! ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে আসছে অভিনব ফিচার

WhatsApp features in 2025
WhatsApp features in 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টেক দুনিয়ায় নতুনত্ব মানেই মেটার অ্যাপগুলোর চমক। সেই ধারা বজায় রেখে এবার আরও একটি আকর্ষণীয় ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মধ্যে আরও দৃঢ় সংযোগ তৈরি করতে এবার ব্যবহারকারীদের সুবিধার্থে চালু হচ্ছে ‘সিঙ্কড প্রোফাইল পিকচার’ ফিচার। এবার এক ক্লিকেই তিনটি অ্যাপে একসঙ্গে বদলে যাবে ডিসপ্লে পিকচার (ডিপি)। বর্তমানে সোশাল মিডিয়া হয়ে উঠেছে ব্যক্তিত্বের ডিজিটাল পরিচয়। প্রোফাইল পিকচারের মাধ্যমে অনেকেই নিজের পরিচয় ও রুচি তুলে ধরতে ভালোবাসেন। আর সেই কারণেই ডিপি বেছে নিতে চলে অনেক ভাবনা। তবে একাধিক অ্যাপে একই ছবি ব্যবহার করতে গেলে সেটি আলাদা করে ডাউনলোড করে, আবার প্রতিটি অ্যাপে গিয়ে সেট করতে হয়। বিশেষ করে পুরনো ফেসবুক ছবিকে যদি হোয়াটসঅ্যাপের প্রোফাইলে বসাতে চান, তাহলে সময় তো লাগেই। তবে এবার এই সমস্যার সমাধানেই আসছে নতুন ফিচার। 

হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্য়েই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই ফিচার। প্রসঙ্গত, সম্প্রতি গ্রুপ চ্যাট ফিচারে বদল এনেছে হোয়াটসঅ্য়াপ। এর সাহায্যে ইউজাররা কোনও গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত ভাবে এই আপডেট খুব সামান্য বলে মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে  ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

‘সিঙ্কড প্রোফাইল পিকচার’ এই ফিচারের সুবিধা — 

• সময় বাঁচবে;

• একসঙ্গে প্রোফাইল আপডেট রাখা যাবে;

• পুরনো ফেসবুক ছবিও সহজেই হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে;

• প্রোফাইল ম্যানেজমেন্ট আরও সহজ হবে। 

এক ক্লিকে একাধিক অ্যাপে প্রোফাইল ছবি বসানোর সুযোগ নিঃসন্দেহে সময় উপযোগী পদক্ষেপ। সোশাল মিডিয়ায় ‘প্রেজেন্স’ বজায় রাখতে যাঁরা নিয়মিত নিজের প্রোফাইল আপডেট করেন, তাঁদের জন্য এই ফিচার সত্যিই দারুণ এক উপহার। এখন অপেক্ষা শুধু এই ফিচার সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার।


You might also like!