Technology

2 weeks ago

UTS to RailOne app: UTS অ্যাপ বন্ধ হলেও চিন্তা নেই! RailOne অ্যাপে সহজেই ট্রান্সফার হবে লোকাল ট্রেনের টিকিট

RailOne App Pass Migration Guide
RailOne App Pass Migration Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই খবর প্রকাশ্যে আসে যে বন্ধ হতে চলেছে UTS অ্যাপ (UTS App)। এই ঘোষণার পর থেকেই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়—এবার কি আর মোবাইলের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট কাটা যাবে না? বিশেষ করে যাঁরা UTS অ্যাপে মাসিক, ত্রৈমাসিক কিংবা বার্ষিক টিকিট কেটে রেখেছেন, তাঁদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—তবে কি সেই টাকার কোনও ভবিষ্যৎ নেই?

তবে রেল সূত্রে জানা গিয়েছে, চিন্তার কোনও কারণ নেই। UTS অ্যাপের সমস্ত সুবিধাই এবার পাওয়া যাবে নতুন RailOne অ্যাপে। শুধু তাই নয়, যাঁদের ইতিমধ্যেই দীর্ঘমেয়াদি টিকিট কাটা রয়েছে, তাঁদের টিকিটও সম্পূর্ণ নিরাপদ। খুব সহজ পদ্ধতিতে সেই টিকিট RailOne অ্যাপে ট্রান্সফার করে নেওয়া যাবে।

১. প্রথমেই নিজের ফোনে RailOne অ্যাপটি ডাউনলোড করুন। মনে রাখবেন UTS অ্যাপটি আপডেটেড হওয়া আবশ্যক। এরপর ইউটিএস অ্যাপে খুঁজে নিন ট্রান্সফার টিকিট লিঙ্ক অপশন।

২. এরপর বেছে নিন আপনার কতদিনের জন্য টিকিট কাটা ছিল। অর্থাৎ মাসিক, ত্রৈমাসিক নাকি বার্ষিক।

৩. মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে দুটি অ্যাপকে সংযুক্ত করার অপশন। নির্দেশিকা অনুযায়ী অপশনগুলো বেছে নিতে হবে আপনাকে।

৪. এরপর UTS অ্যাপের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে RailOne-এ লগ ইন করুন।

৫. ব্যস, আপনার কাজ শেষ। এবার দেখতে পাবেন UTS-এর ব্যালান্স অর্থাৎ আপনার কাটা টিকিট দেখাবে RailOne-এও।

প্রসঙ্গত, বর্তমানে UTS অ্যাপ চালু থাকলেও সেখানে আর মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক টিকিট বুক করার সুবিধা মিলছে না। ‘সেশন টিকিট’ অপশনে ক্লিক করলেই ব্যবহারকারীদের RailOne অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি, UTS অ্যাপে একাধিক প্রযুক্তিগত সমস্যাও দেখা দিচ্ছে। বিশেষ করে অ্যাপটির গতি অনেকটাই কমে যাওয়ায় পেমেন্টের সময় বহু যাত্রীকে সমস্যায় পড়তে হচ্ছে। ফলে শেষ মুহূর্তের ঝক্কি এড়াতে আগেভাগেই নতুন RailOne অ্যাপ ব্যবহার শুরু করার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

You might also like!