Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Technology

5 days ago

Tech Tips: সস্তার লোভে সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন? অজান্তেই জড়াতে পারেন আইনি সমস্যায়

Second-Hand Android Phone Buying Guide
Second-Hand Android Phone Buying Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সব সময় নতুন স্মার্টফোন কেনা সবার পক্ষে সম্ভব হয় না। বিশেষ করে বাজারে যখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম আকাশছোঁয়া, তখন অনেকেই ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড বা পূর্বে ব্যবহৃত ফোন কেনার দিকে। অনলাইন মার্কেটপ্লেস হোক বা অফলাইন দোকান—কম দামে নামী ব্র্যান্ডের ফোন পাওয়ার সুযোগ এখন হাতের নাগালে। তবে এই সস্তার সুযোগ নিতে গিয়ে সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড়সড় আইনি ঝামেলা।

* সবচেয়ে আগে ফোনটির আইনি পরিচয় দেখে রাখা তাই দরকার। ভারতে প্রতিটি মোবাইলের রয়েছে আলাদা আলাদা আইইএমআই। আর এটার থেকেই জানতে পারা যায় ফোনটা চুরি হওয়া ফোন কিনা। যদি সত্যিই ফোনটা চুরি যাওয়া ফোন হয়, তাহলে আপনার বাড়ির দরজা খটখট করতেই পারে পুলিশ।

* সরকার ও টেলিকম রেগুলেটরের গাইডলাইন অনুযায়ী, চুরি যাওয়া কিংবা ব্ল্যাকলিস্টেড IMEI-এর ফোনের নেটওয়ার্কও ব্লক হয়ে যেতে পারে! তাই সবচেয়ে আগে আইইএমআই নম্বরটি CEIR পোর্টালের মাধ্যমে যাচাই করে নিন। যদি দেখে নেন কোনওরকম গোলমাল রয়েছে, সবচেয়ে আগে ফোনটি কেনার পরিকল্পনা ত্যাগ করুন।

* পাশাপাশি অবশ্যই দেখে নিন ফোনটির ‘চেহারা’। অর্থাৎ স্ক্রিনে হালকা আঁচড় বা অন্য কোনওরকম সমস্যা আছে কিনা। বাটনগুলি দেখে নিন। ক্যামেরা লেন্স, স্পিকার গ্রিল ইত্যাদি সব খুঁটিয়ে দেখুন। নইলে সস্তায় ফোন পাওয়ার আনন্দ নিরানন্দ হতে সময় লাগবে না।

* খতিয়ে দেখুন ব্যাটারি হেলথ। ফোন জলদি গরম হয়ে যাচ্ছে কিনা কিংবা চার্জ চোখের নিমেষে কমে যাচ্ছে? এই ফোনের ব্যাটারি কিন্তু আপনাকে ভোগাবে! কোনও কোনও ফোনেই ব্যাটারি হেলথ চেক করার উপায় থাকে। অন্যথায় সার্ভিস সেন্টার বা কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্যেও তা দেখে নেওয়া যায়। এছাড়া মাথায় রাখবেন আরও একটি বিষয়। খুব বেশি সস্তায় পাচ্ছেন বলে আহ্লাদে আটখানা হবেননা।হৃদয়ের থেকে মস্তিষ্ককে বেশি গুরুত্ব দিন। অন্তত স্মার্টফোন কেনার ক্ষেত্রে।

You might also like!