Technology

1 week ago

Gmail: ডেটা অক্ষুণ্ণ রেখেই জিমেলের ঠিকানা বদলানোর সুযোগ, ধাপে ধাপে মিলবে নতুন ফিচার

Gmail Lets Users Change Their Existing Email Address
Gmail Lets Users Change Their Existing Email Address

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেল আইডি বদলানো মানেই এতদিন ছিল বিরাট ঝামেলা। নতুন ইমেল আইডি খুললে হারিয়ে যাওয়ার ভয় থাকত পুরনো ডেটা, ছবি ও নানা পরিষেবার সংযোগ। তবে এবার সেই সমস্যার অবসান ঘটাতে চলেছে গুগল। জিমেল ব্যবহারকারীরা দ্রুত ডেটা ও পরিষেবা অক্ষুণ্ণ রেখেই নিজেদের জিমেলের ঠিকানা পরিবর্তন করার সুযোগ পাবেন।

গুগলের সাপোর্ট পেজে জানানো হয়েছে, এই নতুন ব্যবস্থায় ইমেল ঠিকানা বদলালেও পুরনো জিমেল আইডিটি সক্রিয় থাকবে। অর্থাৎ ইউজাররা পুরনো ও নতুন—উভয় ঠিকানাতেই পাঠানো ইমেল পেতে থাকবেন। শুধু তাই নয়, ছবি, মেল, ড্রাইভের ফাইলসহ পুরনো ঠিকানার সঙ্গে যুক্ত সমস্ত সংরক্ষিত ডেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। তবে এই সুবিধা এখনই সব জিমেল ব্যবহারকারীর জন্য চালু হচ্ছে না। ধাপে ধাপে ফিচারটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। ফলে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক ইউজারই নিজেদের জিমেলের ঠিকানা বদলানোর সুযোগ পাবেন।

এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু ব্যবহারকারী। বিশেষ করে যাঁরা কম বয়সে ‘অদ্ভুত’ বা ‘কুল’ নাম দিয়ে ইমেল আইডি তৈরি করেছিলেন এবং পরে তা নিয়ে অস্বস্তিতে ভুগেছেন, তাঁদের কাছে এই ফিচার কার্যত আশীর্বাদ। আবার অনেকেই ব্যক্তিগত গোপনীয়তার কারণে নতুন বা আলাদা নামের ইমেল আইডি ব্যবহার করতে চান—তাঁদের জন্যও এটি বড় সুবিধা। তবে এই নতুন নিয়মের সঙ্গে একটি সীমাবদ্ধতাও রয়েছে। একবার ইমেল ঠিকানা পরিবর্তন করার পর, একই অ্যাকাউন্টের জন্য পরবর্তী ১২ মাসের মধ্যে আর কোনও নতুন ইমেল আইডি তৈরি করা যাবে না। যদিও পুরনো জিমেল ঠিকানাটি ভবিষ্যতে পুনরায় ব্যবহার করা যাবে।

জিমেলের এই ঘোষণার পর সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এক নেটিজেন লিখেছেন, ‘ফিচারটা প্রয়োজন ছিল ২০০৫ সালে। আসছে ২০২৫ সালে। দুই দশকের দুর্ভোগ।’ আরেকজন মজা করে মন্তব্য করেছেন, ‘তাহলে ‘কুল’ ইউজারনেম আর বিদিকিচ্ছিরি ইমেলগুলো ব্যবহারের সেই সব বছরগুলো মুছে ফেলা যাবে… দুঃখের বিষয়, সেগুলোর সঙ্গে জড়িত স্মৃতিগুলি মোছা যাবে না।’ অন্য একজন মজা করে লিখেছেন, ‘না, আমি আমার StonerBeast42069 ইউজার নেমটি চিরকাল রাখব।’ খুশি রূপান্তরকামীরাও। অনেকেই জানাচ্ছেন, তাঁরা নিজেদের ইমেল আইডির নাম বদলে আগের জীবনের থেকে আরও বেশি দূরত্ব তৈরি করতে পারবেন। সব মিলিয়ে, দেরিতে হলেও জিমেলের এই সিদ্ধান্ত বহু ব্যবহারকারীর দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে চলেছে বলেই মনে করছেন প্রযুক্তি মহলের একাংশ।

You might also like!