
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নির্বাচনের খসড়া তালিকা প্রকাশ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশ পেতে চলেছে এই গুরুত্বপূর্ণ খসড়া ভোটার তালিকা। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর এবার সবার মনে একটাই প্রশ্ন— নিজের নাম তালিকায় রইল তো? কীভাবে খুঁজে দেখবেন খসড়া তালিকায় নাম? দেখে নিন বিস্তারিত পদ্ধতি।
অনলাইনে কীভাবে খুঁজবেন নাম?
কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইন ও অফলাইন— দুই পদ্ধতিতেই পাওয়া যাবে খসড়া ভোটার তালিকা।
* অনলাইনে দেখতে হলে—
১. প্রথমে ভিজিট করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট: eci.gov.in
২. সেখানে নাম (Name) বা EPIC নম্বর দেওয়ার অপশন দেখা যাবে।
৩. প্রয়োজনীয় তথ্য বসিয়ে Submit করলেই স্ক্রিনে ভেসে উঠবে ভোটার তালিকার খসড়া সংস্করণ।
৪. একইভাবে পশ্চিমবঙ্গের CEO-র অফিসিয়াল সাইট ceowestbengal.wb.gov.in-এও খুঁজে পাওয়া যাবে খসড়া তালিকা।
৫. নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপেও প্রকাশ করা হবে তালিকা, চাইলে সেখান থেকেও চেক করতে পারবেন নিজের নাম।
* অফলাইনে দেখতে হলে-
এখনও অনেকেই অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাঁদের সুবিধার জন্য:
১. প্রতিটি বুথের বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে থাকবে খসড়া ভোটার তালিকা।
২. BLO-র কাছে গিয়ে সহজেই দেখে নিতে পারেন আপনার নাম আছে কি না।
৩. BLO-র সঙ্গে যোগাযোগে সমস্যা হলে সাহায্য করতে পারবেন বুথ লেভেল এজেন্টস (BLA)।
৪. এছাড়াও, যাদের নাম কোনো কারণে বাদ পড়বে, তাঁদের আলাদা একটি তালিকাও প্রকাশ করবে কমিশন।
১৬ই ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা জানতে পারবেন ঘরে বসেই বা কাছের বুথে গিয়েও। অনলাইন–অফলাইন— উভয় পথেই সহজলভ্য করা হচ্ছে পরিষেবাটি, যাতে কেউই বঞ্চিত না হন।
