Technology

2 weeks ago

AI Tools: ভিডিও এডিটিংয়ের ঝক্কি শেষ! বিনামূল্যে কাজ সহজ করবে এই AI টুলগুলি

AI Video Editing Tools
AI Video Editing Tools

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া এখন শুধুই বিনোদনের মাধ্যম নয়, বরং আয়ের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে অনেকেই পেশাগতভাবে স্বনির্ভর হচ্ছেন। ফলে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। তবে এই পথে প্রথম বড় বাধা হয়ে দাঁড়ায় ভিডিও এডিটিং। ভালো ক্যামেরা, দামি সফটওয়্যার বা এডিটিংয়ের অভিজ্ঞতা—সব কিছু জোগাড় করা নতুনদের পক্ষে সবসময় সম্ভব হয় না।

এই সমস্যার সমাধান দিতে এগিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। বর্তমানে এমন একাধিক AI টুল রয়েছে, যেগুলি একেবারে বিনামূল্যে ভিডিও এডিট করে দিতে পারে, তাও খুব সহজে। বিশেষ কোনও টেকনিক্যাল জ্ঞান ছাড়াই এই টুলগুলির সাহায্যে তৈরি করা যায় প্রফেশনাল মানের ভিডিও।


জনপ্রিয় কিছু বিনামূল্যের AI ভিডিও এডিটিং টুল-

১. VEED.IO-  তালিকায় প্রথমেই রয়েছে VEED.IO। শর্ট ভিডিও তৈরির জন্য এই টুল আর্দশ। সাইন আপ করার পর যেতে হবে ক্রিয়েট প্রজেক্টে। এরপর বেছে নিতে হবে কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও করতে চাইছেন সেটা। এরপর ভিডিও অ্যাড করে প্রয়োজন মতো সাবটাইটেল ও অডিও যোগ করে ফেললেই কেল্লাফতে!

২. Descript- ব্যবহার করতে পারেন Descript। নিমেষে ভিডিও তৈরি করতে পারবেন এই টুল ব্যবহার করে। টেক্সট ডকুমেন্ট ব্যবহার করেও ভিডিও তৈরি করতে পারবেন এতে।

৩. Invideo-  Invideo- এই টুল ব্যবহার করে ভিডিও তৈরি করতে হলে আপনাকে সবিস্তারে লিখতে হবে ঠিক কী চাইছেন। কেমন ভয়েসওভার প্রয়োজন। ব্যস, তাহলেই আপনার কাজ শেষ। এরপর এআই-ই আপনার জন্য তৈরি করে দেবে ভিডিও।

৪. Wisecut- ভিডিও তৈরির জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারেন Wisecut-এর উপর। সাবটাইটেল যুক্ত করার পাশাপাশি ভিডিওর অপ্রয়োজনীয় শব্দ বাদ, সবটাই করতে পারবেন এতে। তাও আবার একেবারে বিনামূল্য।

সব মিলিয়ে বলা যায়, দামি সফটওয়্যার বা পেশাদার এডিটরের অভাবে পিছিয়ে থাকার দিন শেষ। AI টুলের সাহায্যে এখন ঘরে বসেই সহজে ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়াকে আয়ের পথে ব্যবহার করা সম্ভব।

You might also like!