দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে এ বছরের দুর্গাপুজো ঘিরে রাজনীতির ছায়া যেন ঘনীভূত হচ্ছে। ভোটের প্রাক্কালে বড় পুজো মণ্ডপগুলির থিমেও কি ঢুকে পড়ছে রাজনৈতিক বার্তা? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
কারণ, বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব এবারের পুজোয় থিম বেছে নিয়েছে ‘বাংলা ও বাঙালি’। ভোটের ময়দানে যে বাঙালি পরিচয় ও অস্মিতা ঘিরে তর্ক-বিতর্ক চলছে, সেই বিষয় নিয়েই যখন পুজোর থিম সাজানো হয়, তখন তা আলাদা গুরুত্ব পায়।
এখানেই থেমে নেই। সন্তোষ মিত্র স্কোয়ারের থিম—‘অপারেশন সিঁদুর’—নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা।
তবে শুধু এই দুটি মণ্ডপ নয়। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টালার প্রত্যয় ক্লাবও। তাদের পোস্টার এবং থিম ভাবনায় রয়েছে এমন কিছু বার্তা, যা দেখে অনেকেই বলছেন—পুজোর থিমের আড়ালে এবার হয়তো আরও স্পষ্টভাবে ধরা দিচ্ছে রাজনৈতিক পাঠ।
কেন এত জল্পনা?
এই বছর একশো বছরে পা দিল টালা প্রত্যয়। এবার তাদের থিম ‘বীজ অঙ্গন’। আর তার ট্যাগ লাইন ‘সবুজ রবে বাংলা’। সামনে বছর এই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এই ট্যাগলাইন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুুউতোর। কেউ কেউ প্রশ্ন তুলছে, এর অর্থ অন্তর্নিহিত অর্থ নিয়েও।
তবে টালা প্রত্যয়ের এই ট্যাগ নিয়ে প্রশ্ন উঠেছিল একুশ সালেও। সেই বছরও বিধানসভা ভোট ছিল। ক্ষমতায় তৃণমূল থাকবে নাকি বিজেপি আসবে সেই নিয়ে জল্পনার মাঝে তাদের থিম ছিল ‘একুশেও বদলাচ্ছে না’। অর্থাৎ নিজেদের পুজোর থিমের মধ্যে দিয়ে কি কোনও সুক্ষ বার্তা দিতে চায় টালা প্রত্যয় কি না? সেই নিয়েই উঠছে প্রশ্ন।
যদিও, সব জল্পনা উড়িয়েছেন এই ক্লাবের সদস্যরা। পুজো উদ্যোক্তা শুভ বসু বলেন, “শস্য-শ্য়ামলা বাংলার কথাই তুলে ধরবেন এই পুজোয়। বাংলা সবুজই থাকবে। আমরা বলতে চাইছি কৃষিক্ষেত্রে সবুজ থাকার কথা। এই থিমের রচয়িতা ভবতোষ শুথার। আর নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অন্যতম শিল্পের নির্দশন টালা প্রত্যয় দেখাবে।”