Country

2 hours ago

Haryana:হরিয়ানায় স্কুল ব্যাগ তৈরির দোকানে আগুন, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

school bag shop fire Haryana
school bag shop fire Haryana

 

ভিওয়ানি, ১০ আগস্ট : হরিয়ানার ভিওয়ানিতে আগুন লাগল একটি স্কুল ব্যাগ তৈরির দোকানে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ভিওয়ানির হানসি গেট এলাকায় অবস্থিত স্কুল ব্যাগ তৈরির দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর রবিবার সকালে আগুন পুরোপুরি আয়ত্তে এসেছে।

দমকল আধিকারিক সুনীল বলেছেন, "আমরা ভোররাত ২.৩৫ নাগাদ খবর পাই, হানসি ঘাটের কাছে বর্ধমান বাগ হাউস এবং মুকেশ বাগ হাউসে আগুন লেগেছে। আমরা যখন পৌঁছই, তখন আগুন চরমে পৌঁছেছিল। রাত থেকে, প্রায় ১০-১১টি দমকলের ইঞ্জিন গাড়ি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়েছিল। এখন আগুন নেভানো হয়েছে।"

You might also like!