Country

3 hours ago

Rahul Gandhi statement news:ভারতকে বাংলাদেশে পরিণত করতে চান রাহুল গান্ধী, তোপ নিশিকান্তের

Rahul Gandhi Bangladesh remark
Rahul Gandhi Bangladesh remark

 

নয়াদিল্লি, ১০ আগস্ট : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, ভারতকে বাংলাদেশে পরিণত করতে চান রাহুল গান্ধী। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, "লোকসভার দলনেতা রাহুল গান্ধী এই দেশকে বাংলাদেশ বানাতে চান। নির্বাচন কমিশন সম্পর্কে তিনি যেভাবে প্রশ্ন তুলেছেন, তাতে তাঁর বুঝতে হবে যে এখানে নির্বাচন বাংলাদেশি ভোটারদের মাধ্যমে পরিচালিত হবে না। রাহুল গান্ধী জানেন না যে, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসতেন। রাহুল গান্ধী সেই বিদেশি শক্তির প্রতিনিধিত্ব করেন যারা প্রধানমন্ত্রী মোদীর মতো শক্তিশালী নেতৃত্ব চান না।"

বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংয়ের বক্তব্যের বিষয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, "সেনাবাহিনী রাজনৈতিক নয়। তিনি স্পষ্টভাবে ঠিক কথাই বলেছেন। এর পরে রাহুল গান্ধীর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।"

You might also like!