কলকাতা, ১০ আগস্ট : রাজ্যে বাতানুকূল ইএমইউ ট্রেনের শুভসূচনা হয়ে গেল। যাত্রীদের সুবিধার্থে নতুন ভ্রমণ অভিজ্ঞতার সূচনা হল। শিয়ালদহ রেল স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমেই রবিবার যাত্রার উদ্বোধন হয়েছে। দুই কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন। সবুজ পতাকা নেড়ে ওই বাতানুকূল ট্রেন যাত্রার উদ্বোধন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকার উদ্বোধনী বক্তব্য রাখেন। সাংসদ জগন্নাথ সরকার বলেন, মুম্বইতে এসি লোকাল চললে, পশ্চিমবঙ্গে কেন তা চলবে না। প্রথম এই দাবি করেছিলাম। এ জন্য রেলমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শমীক ভট্টাচার্য বলেন - বনগাঁর জন্য এমন বাতানুকূল পরিষেবার দরকার রয়েছে। মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, এদিনের বাতানুকূল ট্রেন যাত্রাকে স্বর্ণযুগ বলা যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বলেন - গর্ব ও আনন্দের দিন। ভারতীয় রেলের উন্নয়নে ও বৈপ্লবিক পরিবর্তন আসছে ধাপে ধাপে। রেল জরুরি পরিষেবার অন্যতম অঙ্গ। সেইসঙ্গে মঞ্চে শিয়ালদহের ডি আর এম রাজীব সাক্সেনা ও স্থানীয় বিজেপির কাউন্সিলর সজল ঘোষ উপস্থিত ছিলেন। সূচনা পর্বে তাদের বরণ করে নেওয়া হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।