kolkata

1 day ago

Metro Services Disrupted: চাঁদনি চকে শর্টসার্কিট থেকে আগুন, আতঙ্ক কলকাতা মেট্রোয়

Metro Services Disrupted
Metro Services Disrupted

 

কলকাতা, ৩১ জুলাই : কলকাতার লাইফলাইনে ফের আতঙ্ক! বৃহস্পতিবার সকালে চাঁদনি চক স্টেশনে শর্ট সার্কিট থেকে মেট্রোর রেকে আগুন লাগে। সকাল ৮টা নাগাদ চাঁদনি চক স্টেশনে দমদমমুখী একটি মেট্রোর কামরায় আগুন লাগে। তড়িঘড়ি মেট্রো থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। সেন্ট্রাল-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরবর্তী মেট্রোগুলি। ফলে সকালেই ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম যাত্রাপথে সাময়িক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। আগুনের সূত্রপাত কেন হল, তা এখনও জানা যায়নি।

You might also like!