Country

8 hours ago

Himachal rain alert:এখনই স্বস্তি নেই, সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশিই বৃষ্টি হবে হিমাচলে

Himachal Pradesh rainfall
Himachal Pradesh rainfall

 

শিমলা, ৩ আগস্ট : জুন মাসে বর্ষার মরশুম শুরু হওয়ার পর থেকেই অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে। ইতিমধ্যেই অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, সম্পদের ক্ষতিও হয়েছে বিপুল। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশ, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তাই এখনই দুর্যোগ থেকে রেহাই মিলবে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে হিমাচল প্রদেশে স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। আগস্ট মাসে লাহুল ও স্পিতি, চাম্বা এবং কিন্নৌর জেলা বাদে রাজ্যের অন্যত্র স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শিমলা, সোলান এবং সিরমৌর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।


You might also like!