Country

6 hours ago

Operation Sindoor news:পাক বায়ুসেনা নিয়ে গোয়েন্দা তথ্যেই ভুল! সিঁদুর অভিযানে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

Sindoor operation news
Sindoor operation news

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :  ‘অপারেশন সিঁদুর’-এর রাতেই পাক সেনার হামলায় ধ্বংস হয়েছিল ভারতের যুদ্ধবিমান—এই বিষয়টি আগেই স্বীকার করেছিলেন সেনা প্রধান জেনারেল অনিল চৌহান। তবে এত বড় বিপর্যয়ের পেছনে কারণ কী ছিল? এই নিয়ে এবার উঠে এলো নতুন দাবি।

সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় যুদ্ধবিমানে কোনও কারিগরি ত্রুটি ছিল না। বরং গোড়াতেই গলদ ছিল গোয়েন্দা তথ্যের মধ্যে। পাকিস্তানের বায়ুসেনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন ভারতের গোয়েন্দারা। সেই ভুলের জেরেই পাক সেনার পাল্টা আঘাতে সেদিন অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয় বলে দাবি করছে রিপোর্ট।

দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি আধিকারিকের সাক্ষাৎকার নিয়ে সিঁদুর অভিযান সম্পর্কে রিপোর্টটি প্রস্তুত করেছে রয়টার্স। তাতে দাবি করা হয়েছে, চিনে তৈরি জে-১০সি যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান। তাতে ছিল চিনে তৈরি পিএল-১৫ ক্ষেপণাস্ত্র। ৬ মে মধ্যরাতে আন্তর্জাতিক সীমান্তে ভারতের যুদ্ধবিমানের উপস্থিতি টের পেয়েই হামলার নির্দেশ দেন পাক বায়ুসেনা প্রধান জ়াহির সিধু। রাফাল যুদ্ধবিমান নিশানা করেছিলেন তিনি। অন্তত একটি ধ্বংস করতে সক্ষম হয়েছেন। পাক হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নিলেও কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, তা কিন্তু স্পষ্ট করেননি জেনারেল চৌহান। ফলে এই সংখ্যা নিয়ে এখনও ধন্দ থেকে গিয়েছে।

রয়টার্সের রিপোর্টে দাবি, ভারতের হামলার আশঙ্কায় মে মাসে দফতরেই কাটাচ্ছিলেন পাক বায়ুসেনা প্রধান। বায়ুসেনার অভিযান কক্ষের বাইরে একটি গদিতে রাতের পর রাত ঘুমোচ্ছিলেন তিনি। ৬ তারিখ মধ্যরাতের কিছু পরে আচমকা অভিযান কক্ষে জ্বলে ওঠে সতর্কতার লাল আলো। সিধু দেখতে পান, পাকিস্তানের সীমান্তে দাঁড়িয়ে আছে ভারতের কয়েক ডজন যুদ্ধবিমান। তৎক্ষণাৎ তিনি জে-১০সি যুদ্ধবিমানগুলিকে হামলার নির্দেশ দেন। এই সংঘাতে দুই দেশের অন্তত ১১০টি যু্দ্ধবিমান ব্যবহৃত হয়েছিল। সংঘাত চলেছিল প্রায় এক ঘণ্টা ধরে, দাবি রয়টার্সের। ভারত সরকার প্রথম থেকেই জানিয়ে এসেছে, মাত্র ২৩ মিনিটে পাকিস্তানের ন’টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় সেনা।

ভারতের সেনা সর্বাধিনায়কের বক্তব্য প্রকাশ্যে আসার পর ফ্রান্সের রাফালের পারদর্শিতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ইন্দোনেশিয়া জানিয়েছে, রাফাল যুদ্ধবিমানের অর্ডার বাতিল করে তারা চিনের জে-১০ যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। কিন্তু রয়টার্সের রিপোর্টে দাবি, রাফালে কোনও ত্রুটি ছিল না। ভারতের গোয়েন্দারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাঁরা মনে করেছিলেন, পিএল-১৫ ১৫০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে নিশানা করতে পারে না। তাই ভারতীয় পাইলটেরা নিশ্চিন্তে ছিলেন। তবে এই তথ্য সঠিক নয়। চিনে তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ কিলোমিটারেরও বেশি। ফলে সহজেই তা সাফল্য পায়। পাকিস্তানের আধিকারিকদের দাবি, অন্তত ২০০ কিলোমিটার দূর থেকে ভারতের যুদ্ধবিমানকে নিশানা করা হয়েছিল।

রয়টার্সের এই প্রতিবেদন নিয়ে অবশ্য ভারতের প্রতিরক্ষা বা বিদেশ মন্ত্রক থেকে কোনও মন্তব্য করা হয়নি। সেনা সর্বাধিনায়ক যে যুদ্ধবিমান ধ্বংসের কথা বলেছিলেন, তা রাফাল কি না, তা-ও স্পষ্ট করেননি। ভারতের হামলায় ক্ষয়ক্ষতির কথা পাকিস্তান স্বীকার করে নিয়েছিল আগেই। সিঁদুর অভিযানের পর টানা চার দিন দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাত চলেছে। ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। তবে এখনও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে।


You might also like!