Country

5 hours ago

Himachal Pradesh flood 2025:হিমাচলের বন্যা দুর্গতদের পাশে রাজ্যপাল শুক্লা, ত্রাণ সামগ্রী নিয়ে রওনা তিনটি গাড়ি

Himachal Pradesh flood 2025
Himachal Pradesh flood 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : শিমলা, ৩ আগস্ট : হিমাচল প্রদেশের বন্যা দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা। ২ আগস্ট, শনিবার হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা রাজভবন থেকে বন্যাদুর্গত জেলা মান্ডি এবং কুল্লুর উদ্দেশ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বহনকারী তিনটি গাড়ির যাত্রার সূচনা করেন। রাজ্য রেড ক্রস সোসাইটির মাধ্যমে পাঠানো এই ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, ত্রিপল, স্যানিটারি সামগ্রী, খাদ্য সরবরাহ এবং অন্যান্য নিত্যব্যবহার্য পণ্য যা সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,২০০টিরও বেশি পরিবারকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।

রাজ্যপাল শুক্লা বলেছেন, "আমি বলতে পারি, এই ত্রাণসামগ্রী সবার চাহিদা মেটাতে পারবে না, তবে এখান থেকে আগেও তিনটি গাড়ি পাঠানো হয়েছিল। আরও তিনটি গাড়ি এখন পাঠানো হয়েছে; একটি কুল্লুতে এবং দু'টি মান্ডিতে। আমরা কম্বল, তাঁবু, পারিবারিক তাঁবু, সাবান, দেশলাইয়ের বাক্স, মোমবাতি, পাশাপাশি বিস্কুট, রাস্ক, তেল, স্যানিটারি প্যাড, গ্লাস ইত্যাদি পাঠাচ্ছি। আমার মনে হয় প্রতিটি গাড়িতে ৩০০-৪০০ পরিবারের জন্য উপকরণ রয়েছে। তাই এই ব্যাচে, ১২০০-১৩০০ পরিবারের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, আমি তাঁকে এই বিষয়ে বলেছিলাম। তিনি নিজেও সময়ে সময়ে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে চলেছেন।



You might also like!