Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Tripura

5 days ago

Agartala:স্মার্ট ক্লাস নিয়ে আগরতলায় কর্মশালা

digital education training,
digital education training,

 

আগরতলা, ২৪ জুলাই : ত্রিপুরায় জনজাতি কল্যাণ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রজ্ঞাভবনে "আইটি এনাবেল্ড সেন্ট্রালাইজড অনলাইন স্মার্ট ক্লাস প্রজেক্ট "এর ওপর একটি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। এই যুগোপযোগী প্রকল্পের মূল লক্ষ্য হল জনজাতি অংশের ছাত্রছাত্রীদের আধুনিক ডিজিটাল শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করে তাদের শিক্ষার মান উন্নত করা।

এই স্মার্ট ক্লাস প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনজাতি ছাত্রছাত্রীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষা সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তোলার একটি সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত প্রকাশ করেন কর্মশালায় উপস্থিত আধিকারিকরা

কর্মশালায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, "এই স্মার্ট ক্লাস প্রকল্প কেবলমাত্র একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি জনজাতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার একটি দৃষ্টিভঙ্গি। ডিজিটাল শিক্ষার মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া অংশকেও মূল ধারার সঙ্গে যুক্ত করতে পারব।"

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার দৃষ্টিভঙ্গির ফলেই এই ধরনের আধুনিক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে

ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দফতর এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় এই স্মার্ট ক্লাস চালু হবে বলে দফতরের এক আধিকারিক জানিয়েছেন

You might also like!