Country

1 month ago

PM inaugurates highway projects Delhi:দিল্লিতে দু'টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন, শ্রমিদকের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

PM inaugurates highway projects Delhi,
PM inaugurates highway projects Delhi,

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন দিল্লিতে ১১ হাজার কোটি টাকা মূল্যের দু'টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেনএই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশ এবং দ্বিতীয় পর্যায়ের নগর সড়ক সম্প্রসারণ প্রকল্প। এই দু'টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধনের ফলে যানজট থেকে মুক্তি পাবে রাজধানী দিল্লি

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশ এবং নগর সম্প্রসারণ সড়ক-টু-এর নির্মাণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি

You might also like!