আবুরোড, ১৭ আগস্ট: রবিবার সকালে সপ্তম ‘দাদী প্রকাশমণি আবু ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন’-এ বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সাড়ে ৩ হাজার জন দৌড়বিদ নামলেন পথে। রাজস্থানের আবুরোড থেকে মাউন্ট আবু পর্যন্ত এই আয়োজনকে কেন্দ্র করে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দু’ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।
এর সূচনা করেন সাংসদ লুম্বারাম চৌধুরী, স্থানীয় বিধায়ক ও শীর্ষ স্তরের ব্রহ্মাকুমারীরা।
১৮ থেকে ৭২ বছর বয়সি অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দেশ-বিদেশের নামকরা অ্যাথলিট ও সাধারণ মানুষ। ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, কেনিয়া, দুবাই ও ইথিওপিয়ার দৌড়বিদরাও অংশ নেন এদিনের দৌড়ে।
প্রথম স্থান অর্জন করেন যোধপুরের দৌড়বিদ দেবারাম কুমার। দ্বিতীয় হন গুজরাটের অনিল কোমিনি এবং তৃতীয় স্থান দখল করেন যোধপুরের মুকেশ কুমার। বিজয়ীদের হাতে যথাক্রমে ৭১ হাজার, ৬১ হাজার ও ৫১ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় শেষ করা সব প্রতিযোগীকেই পদক ও প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।