নয়াদিল্লি, ১৭ আগস্ট : প্রকৃতির রোষে ফের বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। ভূস্বর্গের কিশতওয়ারের পর এবার কাঠুয়া। রবিবার কাঠুয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। জখম আরও অন্তত ছ’জন।
কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টিতে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কথা বলেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, "স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে এবং এনডিআরএফ দলগুলিকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মোদী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা জম্মু ও কাশ্মীরের আমাদের বোন ও ভাইদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।"