Country

1 month ago

Kashmir rain update:ভারী বৃষ্টি কাশ্মীরে, উধমপুর ও পাঠানকোটের মধ্যে ট্রেন পরিষেবা স্থগিত

Udhampur Pathankot train suspended
Udhampur Pathankot train suspended

 

জম্মু, ১৭ আগস্ট : ভারী বৃষ্টিপাত চলছে জম্মুকাশ্মীরেভারী বৃষ্টির প্রেক্ষিতে রবিবার উধমপুরপাঠানকোটের মধ্যে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছেভারী বৃষ্টিবন্যা পরিস্থিতির শঙ্কার কারণে পরবর্তী নির্দেশ পর্যন্ত ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে

একজন আধিকারিক জানিয়েছেন, অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে উধমপুর এবং পাঠানকোটের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১০ ঘন্টা ধরে ভারী, অবিরাম বৃষ্টিপাতের ফলে এই স্থগিতাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

You might also like!