Breaking News
 
Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল! Khudiram Bose: ‘ইতিহাস বিকৃতির খেলায় এবার ক্ষুদিরামও টার্গেট?’ হিন্দি ছবির প্রসঙ্গে বিস্ফোরক মমতা

 

International

2 hours ago

Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা!

5 journalists injured in Israeli attack
5 journalists injured in Israeli attack

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গাজার আল-শিফা হাসপাতালের মূল ফটকের বাইরে রক্তাক্ত এক দৃশ্য— সাংবাদিকদের জন্য স্থাপন করা তাঁবু মুহূর্তে মাটিতে মিশে গেল ইজরায়েলি বিমান হামলায়। রবিবারের এই ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন, যাঁদের মধ্যে পাঁচজনই আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার কর্মী। নিহতদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ করসপনডেন্ট আনাস আল-শরিফ, মহম্মদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহির, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নউফাল। এক মুহূর্তে থেমে গেল তাঁদের রিপোর্টিং, থেমে গেল ক্যামেরার লেন্সে ধরা যুদ্ধক্ষেত্রের গল্প। 

গাজা দখলের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই সে পরিকল্পনায় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভার তরফে। এরপরই হামলার ঝাঁজ আরও বেড়েছে ধ্বংসপুরী গাজায়। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, গাজা শহরের আল-শিফা হাসপাতালের মূল দরজার বাইরে সংবাদ কর্মীদের একটি অস্থায়ী তাবু ছিল। সেখানেই হামলা চালায় ইজরায়েল সেনা। ঘটনায় মৃত্যু হয় ৭ জনের। তারমধ্যে ৫ জন তাদের সংস্থায় কর্মররত সাংবাদিক। তাঁরা হলেন, সাংবাদিক আনাস আল শরিফ, মহম্মদ কেরিকেহ। এছাড়া চিত্র সাংবাদিক ইব্রাহিম জহির, মোমেন আলিওয়া ও মহম্মদ নওফাল।  

এই হামলার অল্প কিছুক্ষণ পরেই ইজরায়েলি সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এই হামলার পরপরই ইজরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তাঁদের মূল লক্ষ্য ছিল আল জাজিরার করসপনডেন্ট আনাস আল-শরিফ। ইজরায়েলের দাবি, ২৮ বছর বয়সি এই সাংবাদিক আসলে হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন এবং সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছিলেন। সেনাবাহিনীর বক্তব্য, আল-শরিফকে ‘জঙ্গি’ হিসেবেই তারা চিহ্নিত করেছিল এবং সেই কারণেই তাঁকে নিশানা করা হয়। 

এদিকে মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে গাজায় ইজরায়েলি বোমা হামলার খবর প্রকাশ করেন শরিফ। তাঁর এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, রাতের আকাশে মুহুর্মুহু বোমা পড়ছে। আল জাজিরা জানিয়েছে, এই পোস্টটি শরিফের কোনও বন্ধু পোস্ট করেন। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর অ্যাকাউন্ট থেকেই তা শেয়ার করা হয়। বোমা বিস্ফোরণের ভিডিওর পাশাপাশি পোস্টে লেখা, “যদি আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছায়, তাহলে জেনে রাখুন ইজরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর দমন করতে সফল হয়েছে।” 

সর্বোপরি, ইজরায়েলের হামলায় নিহত আনাস আল-শরিফ- কে আল জাজিরা নিজেদের সাংবাদিক বলে দাবি করলেও ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, তিনি একজন সাংবাদিকের ছদ্মবেশে থাকা সন্ত্রাসী এবং হামাসের জঙ্গি। 


You might also like!