Country

1 month ago

Vikram Misri Kathmandu visit:একগুচ্ছ কর্মসূচি নিয়ে কাঠমান্ডু পৌঁছলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি

Vikram Misri Kathmandu visit
Vikram Misri Kathmandu visit

 

কাঠমান্ডুনয়াদিল্লি, ১৭ আগস্ট : একগুচ্ছ কর্মসূচি নিয়ে রবিবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছলেন বিদেশ সচিব বিক্রম মিস্রিরবিবার সকালে কাঠমান্ডু বিমানবন্দরে নেপাল সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় বিদেশ সচিব বিক্রম মিস্রিকে

বিদেশ সচিব বিক্রম মিস্রি দু'দিনের সরকারি সফরে নেপাল গিয়েছেন। নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রাইয়ের আমন্ত্রণে তাঁর এই সফর। দু'দিনের এই সফরকালে, দুই বিদেশ সচিব নেপাল-ভারত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন, যার মধ্যে সংযোগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করা হবে।

You might also like!