কলকাতা, ১ জুলাই : কালীগঞ্জের নতুন বিধায়কের শপথ গ্রহণ পর্ব আগামীকাল বুধবার । বুধবার বিধানসভায় কাউন্সিল চেম্বারে দুপুর তিনটে নাগাদ শপথ গ্রহণ হবে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মঙ্গলবার সবিস্তারে জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজ্যপালের তরফেও সম্মতি রয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও এ নিয়ে জানান, বিধানসভায় বুধবার শপথ গ্রহণ পর্ব রয়েছে। অধ্যক্ষ আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তা জানানো হয়েছে। এদিকে, মঙ্গলবার নতুন বিধায়ক বিধানসভায় উপস্থিত ছিলেন। অধ্যক্ষ তাঁকে এদিন ডেকে পাঠিয়েছেন বলেই জানান আলিফা আহমেদ। অন্যদিকে, নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভার কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হয়েছেন।