Game

1 month ago

UEFA Super Cup 2025:উয়েফা সুপার কাপ: টটেনহ্যামের শিরোপা কেড়ে নিল পিএসজি

Tottenham loses Super Cup
Tottenham loses Super Cup

 

ইতালি, ১৪ আগস্ট: পিএসজির বিপক্ষে ফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও জয় পেল না টটেনহ্যাম। শেষ ১০ মিনিটের ঝড়ে টটেনহ্যামের কাছ থেকে উয়েফা সুপার কাপের শিরোপা কেড়ে নিয়েছে পিএসজি। শেষ ১০ মিনিটের ঝড়ে ২ গোল শোধ করে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নিল পিএসজি। ইতালির ব্লুনার্জি স্টেডিয়ামে ৩৯ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফন ডি ভিন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার অল্প পরে আরও একটি গোল দেয় তারা। ৪৮ মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন সন হিউং-মিন।

এরপর পিএসজি একের পর এক আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয়। অবশেষে ৮৫ মিনিটে প্রথম গোলটি শোধ করেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার লি কাং-ইন। ভিতিনহার পাসে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের ৪ মিনিটে আশরাফ হাকিমির তৈরি করে দেওয়া বল ধরে গোল করেন গনকালো রামোস। এর ফলে ম্যাচ চলে যায় টাইব্রেকারের। টাইব্রেকারে টটেনহ্যামের প্রথম শটের বিপরীতে মিস করে বসেন ভিতিনহা। পিএসজি অবশ্য এরপর আর কোনও মিস করেনি l টটেনহ্যামের ২টি শটের একটি যায় পোস্টের বাইরে দিয়ে, আরেকটি ফিরিয়ে দেন শেভিলিয়ের।

You might also like!