Country

1 month ago

Jammu Kashmir landslide news:রাজৌরিতে মানবিক সহায়তায় সেনা, ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান

Army humanitarian assistance Rajouri
Army humanitarian assistance Rajouri

 

রাজৌরি, ১৭ আগস্ট : জম্মুকাশ্মীরের রাজৌরিতে মানবিক সহায়তার ভূমিকায় ভারতীয় সেনাবাহিনীভারতীয় সেনার রোমিও ফোর্স রাজৌরির পীর পাঞ্জাল রেঞ্জের পাহাড়ে অবস্থিত কোটরাঙ্কা মহকুমার পাঞ্জনাদা গ্রামে সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

ভারী বৃষ্টিপাতের কারণে, গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে ২০টিরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে, যা বাসিন্দাদের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে। এসডিআরএফ টিমের দায়িত্বে থাকা এম. এন. কামলাক বলেন, "আমরা ৩-৪ দিন ধরে এই এলাকায় আছি। গতকাল থেকে আমরা এই এলাকায় তল্লাশি চালাচ্ছি এবং এর বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে; ৪-৫টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকার বাকি ঘরগুলিতে ফাটল দেখা দিয়েছে। আমরা এখান থেকে সকল মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছি।"

You might also like!