দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :KTM 160 Duke লঞ্চ হচ্ছে ভারতে। অস্ট্রিয়ান দু’চাকার নির্মাতা কেটিএম এদেশে বাইকটির লঞ্চ নিশ্চিত অফিসিয়ালি করেছে। সংস্থা সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত একটি টিজারের মাধ্যমে এই তথ্য সামনে এনেছে। নতুন মডেলটি KTM-এর ভারতীয় পোর্টফোলিওতে 200 Duke-এর নিচে অবস্থান করবে এবং এন্ট্রি-লেভেল পারফরম্যান্স বাইক হিসাবে বাজারে আসবে।
KTM 160 Duke: ইঞ্জিন ও পারফরম্যান্স
KTM 160 Duke-এ দেওয়া হবে 160 সিসি লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা মূলত বিদ্যমান 200 Duke-এর প্ল্যাটফর্ম থেকে তৈরি হবে। যদিও এখনো অফিসিয়াল স্পেসিফিকেশন প্রকাশ পায়নি, ধারণা করা হচ্ছে বাইকটি KTM-এর পরিচিত পারফরম্যান্স ডিএনএ বজায় রাখবে এবং ইয়ামাহা MT-15 V2-এর মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সামান্য বেশি শক্তি উৎপন্ন করবে। এভাবে এটি পারফরম্যান্স সেগমেন্টের মধ্যে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে KTM এই মডেলে দ্বিতীয় প্রজন্মের 200 Duke-এর প্ল্যাটফর্ম ব্যবহার করবে। তৃতীয় প্রজন্মের ডিউক প্ল্যাটফর্ম ব্যবহার করলে বাইকের দাম অনেক বেড়ে যেত, যা পারফরম্যান্স 160 সেগমেন্টের জন্য উপযুক্ত নয়। ডিজাইনের দিক থেকে 160 Duke অনেকটাই দ্বিতীয় প্রজন্মের 200 Duke-এর মতো হবে, তবে এর সঙ্গে যুক্ত হবে নতুন কালার স্কিম এবং গ্রাফিক্স, যা একে আলাদা পরিচিতি দেবে।
এই মোটরসাইকেলটি ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র ভারতের বাজারেই লঞ্চ হবে বলে জানা গেছে। 160 Duke-এর সম্ভাব্য এক্স-শোরুম মূল্য প্রায় ₹১.৮৫ লাখ হতে পারে, যা পারফরম্যান্স ও ডিজাইন উভয় দিক থেকেই এন্ট্রি-লেভেল প্রিমিয়াম সেগমেন্টে একটি প্রতিযোগিতামূলক প্রস্তাব হবে।
লঞ্চের সম্ভাব্য সময়সূচি
KTM 160 Duke-এর ভারতীয় লঞ্চ ২০২৫ সালের আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার সম্ভাবনা প্রবল। লঞ্চের পর এটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Yamaha MT-15 V2, Bajaj Pulsar NS160 এবং TVS Apache RTR 160 4V-এর মতো বাইকের সঙ্গে। KTM ভক্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে, কারণ এটি ব্র্যান্ডের স্বাক্ষরিত পারফরম্যান্স ও স্টাইল কম দামে উপভোগ করার সুযোগ দেবে।