Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Entertainment

3 hours ago

Saiyaara Movie: অহান পান্ডে ও অনিত পদ্দারের প্রথম ছবি বক্স অফিসে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল।

Saiyaara Movie
Saiyaara Movie

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : চর্চায় মোহিত সুরির (Mohit Suri)-র নতুন সিনেমা 'সাঁইয়ারা' (Saiyaara) । আনকোরা নতুন দুই নায়ক, নায়িকাকে দেখা গিয়েছে এই সিনেমায় । অহন পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda) । মুক্তির সঙ্গে সঙ্গেই এই সিনেমা একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে । প্রথম সপ্তাহান্ত শেষে এই ছবি ছুঁয়ে ফেলেছে ১০০ কোটির লক্ষ্যমাত্রা । দর্শকদের সঙ্গে সঙ্গে, বিভিন্ন তারকারাও এই সিনেমার প্রশংসা করেছেন । দর্শকেরা একবার নয়, একাধিকবার দেখতে যাচ্ছেন এই সিনেমা । আর এরপর থেকেই অনেকে জানতে চাইছেন, এই ছবির নায়ক নায়িকা কত পারিশ্রমিক পেয়েছেন?

অহন পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda) কত পারিশ্রমিক পেয়েছেন, এই নিয়ে দর্শকদের একটা আগ্রহ রয়েছে । অহন এবং অনীত, রাতারাতি তারকা হয়ে গিয়েছেন । তবে তাঁদের পারিশ্রমিক নিয়ে এখনও কোনও অফিশিয়াল তথ্য সামনে আসেনি । তবে বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনেকে আন্দাজ করে নিচ্ছেন অহন ও অনীত কত পারিশ্রমিক পেতে পারেন ।

পিঙ্কভিলার একটি রিপোর্ট অনুযায়ী, যখন বড় এবং নামী প্রোডাকশন হাউসের অধীনে নতুন মুখদের লঞ্চ করা হয়, তখন সাধারণত তাঁরা ৩-৫ কোটি টাকা পারিশ্রমিক পান । যদিও অহন তারকা সন্তান । তিনি চাঙ্কি পাণ্ড-র ভাইপো । সেই কারণে অনেকে মনে করছেন, তিনি এর থেকেও কিছুটা বেশি পারিশ্রমিক পেতে পারেন । তবে এই খবরে সিলমোহর দেননি কেউ । জানা যাচ্ছে, 'সাঁইয়ারা' ছবিটির বাজেট ছিল ৬০ কোটি টাকা । এই টাকার মধ্যেই অহন ও অনীতের পারিশ্রমিক ধরা রয়েছে । জানা যাচ্ছে, মোহিত সুরি ও এই ছবি পরিচালনার জন্য ভালই পারিশ্রমিক পেয়েছেন । জানা যাচ্ছে, মোহিত সুরি প্রত্যেক সিনেমা পরিচালনা করতে ৬ থেকে ৮ কোটি টাকা চার্জ করেন । তবে এটা সিনেমার সাফল্যের ওপরেও নির্ভর করছে ।

অনেকে ভাবতেই পারেননি যে, এই সিনেমা বক্সঅফিসে এতটা সাফল্য পাবে । শুধু তাই নয়, অহন ও অনীতের অভিনয় যথেষ্ট পছন্দ হয়েছে দর্শকদের । আলিয়া ভট্ট থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, পরিচালক.. প্রত্যেকেই প্রশংসা করেছেন । আর রবিবার এই সিনেমাটি ছুঁয়ে ফেলেছে ১০০ কোটির লক্ষ্যমাত্রা । রবিবার পর্যন্ত  'সাঁইয়ারা' মোট আয় করেছে ১০১ কোটি । মনে করা হচ্ছে, গোটা বিশ্বজুড়ে এই সিনেমার আয় ১০৫ থেকে ১০৮ কোটি পর্যন্ত হতে পারে ।

You might also like!