Country

5 hours ago

MP Rain: মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি অব্যাহত, ১৮ জেলায় সতর্কতা জারি

Heavy rain continues in Madhya Pradesh
Heavy rain continues in Madhya Pradesh

 

ভোপাল, ৫ সেপ্টেম্বর  : মধ্যপ্রদেশে বর্ষার দাপট অব্যাহত রয়েছে। শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। মোট ১৮টি জেলায় শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন রাজ্যে একই ধরনের আবহাওয়া চলবে বলেই পূর্বাভাস পাওয়া গেছে। বর্ষা শেষ হতে এখনও ২৫ দিন বাকি থাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা গেছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাজ্যে একসঙ্গে চারটি ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল যার ফলে শুক্রবারও প্রবল বৃষ্টি হতে পারে। রতলাম, ঝাবুয়া ও আলিরাজপুরে শুক্রবার কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া নিমচ, মন্দসৌর, ইন্দোর, উজ্জয়ন, ধার, বড়বানি, খারগোন, বুরহানপুর, খাণ্ডওয়া, দেওয়াস, রাজগড়, গুনা, বেতুল, ছিন্দওয়াড়া ও পাণ্ডুর্ণায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!