kolkata

10 hours ago

Shailen Manna birthday:সোমবার শৈলেন মান্নার জন্মদিন

Shailen Manna birthday
Shailen Manna birthday

 

কলকাতা, ৩১ আগস্ট : বিশ শতকের অন্যতম সেরা ভারতীয় ফুটবলার শৈলেন মান্নার সোমবার জন্মদিন। ১৯২৪ সালের পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ব্যাঁটরায় তাঁর জন্ম হয়। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের বিচারে (১৯৫৩) একমাত্র এশিয়ান ফুটবলার, যিনি বিশ্বের সেরা দশ অধিনায়কের একজন হয়েছিলেন

তিনি ৪০-এর দশক থেকে ৬০-এর দশক পর্যন্ত মূলত কলকাতার মোহনবাগান ক্লাব ও পরে কিছুদিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন। ১৯৪১ সালে হাওড়া ইউনিয়ন ক্লাবের হয়ে তাঁর খেলোয়াড় জীবন হয় শুরু হয়। ১৯৪৮ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বাংলা ফুটবল দলের এবং একসঙ্গে ভারতের ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তাঁর অধিনায়কত্বে ভারত ১৯৫১ সালের এশিয়াডে ফুটবলে ভারত স্বর্ণপদক জয় করে ৷ ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে ফ্রান্সের কাছে ভারতের ২১ গোলে পরাজয় হয়েছিল, সেই ম্যাচে পেনাল্টি মিস করে তিনি নিন্দিত হন। ১৯৬০ সালে ফুটবল থেকে তিনি অবসর নেন

ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন, গোষ্ঠ পালের পর ভারত শৈলেন মান্নার মতো এত বড় ডিফেন্ডার পায়নিখালিপায়ে রুখে দিয়েছেন দেশ-বিদেশের স্ট্রাইকারদের। শৈ০বলরত্ন’ উপাধি। ২০০১ সালে হয়েছেনমোহনবাগান রত্ন’। ২০১১ সালে রাজ্য সরকার দিয়েছেবঙ্গবিভূষণ’। ২৭ ফেব্রুয়ারি ২০১২ সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান।

You might also like!