Country

9 hours ago

Shimla truck fire:শিমলায় আপেল বোঝাই ট্রাকে আগুন, চালক-খালাসির অল্পের জন্য প্রাণরক্ষা

Shimla truck fire
Shimla truck fire

 

শিমলা, ৩১ আগস্ট : হিমাচল প্রদেশে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। শিমলা জেলার ঠিয়োগ এলাকার গাল্লু মদিরের কাছে শনিবার গভীর রাতে আপেল বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়ট্রাকটিতে থাকা চালক অনিল ও খালাসি বিমলেশ কুমার দ্রুত গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান। কোনও প্রাণহানির খবর মেলেনি

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে ট্রাকে থাকা আপেলের অধিকাংশ বাক্সই পুড়ে যায়। প্রশাসনের এক আধিকারিক জানান, প্রাথমিক অনুমান ইঞ্জিন গরম হয়ে যাওয়া বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ট্রাকটিতে কয়েক লক্ষ টাকার আপেল ছিল, যা আপার শিমলা থেকে বাইরের রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

You might also like!