Game

2 hours ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় পরিবর্তন, বাকি ম্যাচ অপরিবর্তিত

Champions League
Champions League

 

বাসেল, সুইজারল্যান্ড, ২৯ আগস্ট  : ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আগের নিয়মে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় শুরু হয় শিরোপা নির্ধারণী ম্যাচ, নতুন নিয়মে তা শুরু হবে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায়। এই পরিবর্তন অবশ্য কেবল ফাইনালের জন্য। বাকি সব ম্যাচের সময় আগের মতোই থাকবে। আগামী আসরের ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। সেদিন থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম। তবে বর্তমান নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সাধারণত হয়ে থাকে শনিবার, আগামী ফাইনালও তাই হবে। এদিকে প্রথমভাগের ম্যাচগুলো শুরু হয়ে থাকে রাত একটায় ও পরের ভাগে রাত ২টোয় এবং ফাইনালের আগে পর্যন্ত সব ম্যাচ হয়ে থাকে মঙ্গল ও বুধবার। বৃহস্পতিবার বিবৃতিতে উয়েফা জানিয়েছে, দর্শক, দল এবং স্বাগতিক শহরগুলোর সুবিধার্তে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


You might also like!