Game

2 hours ago

Shubhman Gill : এশিয়া কাপে বাদ শুভমান গিল! নির্বাচকদের সিদ্ধান্তে চমক ক্রিকেট মহলে

Shubman Gill exclusion
Shubman Gill exclusion

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকলেও এশিয়া কাপের দলে জায়গা নাও পেতে পারেন শুভমান গিল। দল ঘোষণার আগে থেকেই ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে এই জল্পনা। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট মনে করছে টি-২০ ফরম্যাটের জন্য উপযুক্ত নন গিল। সেই কারণেই আসন্ন এশিয়া কাপের দলে রাখা হচ্ছে না ভারতের টেস্ট দলের অধিনায়ককে।বিসিসিআই নির্বাচক কমিটি সূত্রে খবর, সূর্যকুমার যাদব সুস্থ হয়ে উঠে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। এশিয়া কাপে তিনি খেলবেন এমনটাই আপাতত ধরা হচ্ছে। সূর্যর পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জায়গাও পাকা। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সম্প্রতি টি-২০র জাতীয় দলে সেরকম নিয়মিত না হলেও ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা গিলকেও সুযোগ দেওয়া হবে এশিয়া কাপে।

তবে দল ঘোষণার দিন এগিয়ে আসার সঙ্গেই শোনা যাচ্ছে, গিলকে সুযোগ দেওয়ার ইচ্ছা নেই টিম ম্যানেজমেন্টের। কারণ তাঁকে ওপেন করাতে গেলে সঞ্জু স্যামসনকে বসাতে হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট সঞ্জুকে বসানোর পক্ষপাতী নয়। তাই গিলকে অযথা স্কোয়াডে রাখতে চাইছে না টিম। একই যুক্তিতে প্রথম একাদশের বাইরে থাকতে হবে যশস্বী জয়সওয়ালকে। কারণ অভিষেক শর্মা এবং সঞ্জুর জুটিই ওপেন করবেন। ফলে তৃতীয় ওপেনার হিসাবে বেঞ্চেই থাকতে হবে যশস্বীকে।
অন্যদিকে, দ্বিতীয় কিপার হিসাবে নির্বাচকদের পছন্দ জিতেশ শর্মা। তবে সঞ্জু খেললে জিতেশের সুযোগ মিলবে না। এছাড়াও জশপ্রীত বুমরাহ জানিয়ে দিয়েছেন, গোটা এশিয়া কাপে খেলতে চান। দল বাছাইয়ের সময় যেন তাঁর কথা মাথায় রাখা হয়। মঙ্গলবার, ১৯ আগস্ট রয়েছে এশিয়া কাপের দল নির্বাচন। সেখানে বুমরাহকে আদৌ রাখা হবে কিনা, প্রশ্ন রয়েছে। এছাড়াও অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, এবং হর্ষিত রানাকে রাখা হতে পারে স্কোয়াডে। স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব প্রায় নিশ্চিত এশিয়া কাপের দলে।

You might also like!