লন্ডন, ১৮ আগস্ট : ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ১৩ মিনিটে একমাত্র গোলটি করেন রিকার্ডো ক্যালাফিওরি।বল দখল ও আক্রমণে আর্সেনাল থেকে অনেক এগিয়ে ছিল আমোরিমের ইউনাইটেড। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। খুব একটা ভালো খেলতে না পারা আর্সেনালের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল। এদিকে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। পুরো ম্যাচে ১৯টি শট নিয়েও গোল করতে পারেনি মারেস্কার দল।