প্যারিস, ১৮ আগস্ট : রবিবার ন্যান্টসের বিপক্ষে মরসুমের প্রথম ম্যাচেই ১-০ গোলে জয় পেয়েছে এনরিকের দল পিএসজি। পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও অনেক এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা। যেখানে পিএসজি ১৮টি শট নিয়েছে, সেখানে ন্যান্টস শট নিয়েছে মাত্র ৫টি। তবে আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে গোলের দেখা পায়নি পিএসজি। একের পর এক পিএসজির আক্রমণ সেভ করে ন্যান্টসকে বাঁচিয়ে দেন ফরাসি গোলরক্ষক লোপেজ। ফ্রান্সে জন্ম হলেও তিনি জাতীয় দলে ফ্রান্সের হয়ে খেলেন না, অ্যান্টনি লোপেজ খেলেন পর্তুগালের হয়েl কিন্তু শেষ পর্যন্ত লোপেজ দলকে রক্ষা করতে পারেননি। ম্যাচের ৬৭ মিনিটে ভিতিনহার গোলে জয় পায় পিএসজি। ম্যাচে আর গোল হয়নি। এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মরসুমের ট্রেবল জয়ী পিএসজি। আগামী সপ্তাহে ঘরের মাঠে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের মুখোমুখি হবে পিএসজি।