দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার অর্থনৈতিক অপরাধ দমন শাখায় অভিযোগ জমা পড়ল শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ৬০ বছর বয়সি এক ব্যবসায়ীর দাবি, অভিনেত্রী ও তাঁর স্বামী কোটি কোটি টাকার প্রতারণায় জড়িত।
বিনিয়োগ চুক্তির নামে প্রায় ৬৮ কোটি ৪৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর অর্থনৈতিক অপরাধদমন শাখা জুহু থানায় শিল্পা ও তাঁর স্বামী রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, ৬০ বছরের ব্যবসায়ী দীপক কোঠারি এবং ‘লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস’-এর কর্ণধারের কথার ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়। তাঁরাই প্রথমে তারকা দম্পতির বিরুদ্ধে থানায় এফআইআর করেন। যেখানে ব্যবসায়ী কোঠারি জানিয়েছেন, এক বন্ধুর মারফত রাজ এবং শিল্পার সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।
‘বেস্ট ডিল টিভি প্রাইভেট ফার্ম’, এই কোম্পানিতেই কোটি কোটি টাকার বিনিয়োগ করেছিলেন ওই ব্যক্তি। সেই কোম্পানির ৮৭.৬ শতাংশ ছিল রাজ এবং শিল্পার। তাঁরাই দীপককে তাঁদের কোম্পানিকে বিনিয়োগের জন্য রাজি করান। আর প্রতিশ্রুতি দিয়েছিলেন, হিসাবমতো প্রতি মাসে তাঁকে টাকা দেওয়া হবে, সেই সঙ্গে ফেরত দেওয়া হবে তাঁর মূলধনের কিছু অংশও। ২০১৫ সালে শিল্পা এবং রাজের সঙ্গে এই চুক্তি করেছিলেন দীপক। সেই কথামতো ২০১৫ সালে টাকা বিনিয়োগ করেন তিনি। তার পর ২০১৬ সালে সেই কোম্পানি ছেড়ে বেরিয়ে আসেন তারকা দম্পতি। দাবি করেন, অন্য বিনিয়োগকারী তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। এ দিকে পুলিশ সূত্রে দাবি, যে টাকা হস্তান্তর করা হয়েছিল তা কোম্পানির কাজে ব্যবহার করাই হয়নি। উল্টে ব্যবহার হয়েছিল তাঁদের ব্যক্তিগত কাজে। পুলিশ জানিয়েছে, শিল্পা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৪০৩ (অসৎ ভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (ফৌজদারি বিশ্বাসভঙ্গ) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় মামলা করা হয়েছে।