Game

1 month ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, অ্যানফিল্ডে রোমাঞ্চকর লড়াইয়ে জিতল লিভারপুল

Premier League 2025-26
Premier League 2025-26

 

লন্ডন, ১৬ আগস্ট  : অ্যানফিল্ডে শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। নাটকীয় জয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল লিভারপুল। প্রিমিয়ার লিগে অভিষিক্ত উগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান কোডি হাকপো। বিরতির পর ১২ মিনিটের মধ্যে দুই গোল শোধ করেন সেমেনিও। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ফেদেরিকো চিয়েসা আবার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন মোহামেদ সালাহ।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে অ্যান্ড্রু কোলের পাশে বসলেন সালাহ, দুজনেরই ১৮৭টি করে গোল। আর টানা ১০ মরসুমে লিগে দলের প্রথম ম্যাচে গোল করলেন সালাহ। ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটাকে ও তার ছোট ভাই আন্দ্রে সিলভাকে, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।


You might also like!