ঢাকা, ১১ আগস্ট : যে পদ্ধতিতে শেখ হাসিনাকে দেশছাড়া করেছিল বিরোধীরা, সেই পথেই বাংলাদেশকে মহম্মদ ইউনুসের কবল মুক্ত করার ডাক দিলেন শেখ হাসিনা। সোমবার সকালে আওয়ামী লিগ আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশরত্ন শেখ হাসিনার আহ্বান—‘জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হঠাও ইউনুস, বাঁচাও দেশ।’ গত ৫ অগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বিএনপি, এনসিপি, জামাত-সহ একাধিক দলকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন। তাতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করানো হয়। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সরকারকে কাঠগড়ায় তুলে সেই সময়ে গৃহীত সংবিধান, আইন ইত্যাদি বদলের কথা বলা হয়েছে। সেই ঘোষণাকেও বাংলাদেশের মুক্তির সনদ বলে দাবি করছেন ইউনুস অনুগামীরা। অন্যদিকে, নেত্রীর লক্ষ্যপূরণে ২১ দফা দাবি নিয়ে পথে নামার প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লিগও।