কলকাতা, ১১ আগস্ট : কবি তুলসীদাসকে জন্মদিবসে সোমবার শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “রামচরিতমানস’-এর অমর স্রষ্টা, মহান সন্ত ও রামভক্ত কবি তুলসীদাসের জন্মদিবসে জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম। তাঁর মহাকাব্যে লিপিবদ্ধ হয়েছে ভগবান শ্রী রামের মহিমা, ভক্তি ও নীতির চিরন্তন বাণী, যা যুগে যুগে মানবহৃদয়ে জাগিয়েছে সত্য, সৌন্দর্য ও ভক্তির আলো। আজ তাঁর পবিত্র স্মৃতির সামনে আমরা নতশিরে প্রণাম জানাই।”
‘রামচরিতমানস’-এর অমর স্রষ্টা, মহান সন্ত ও রামভক্ত কবি তুলসীদাসের জন্মদিবসে জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 11, 2025
তাঁর মহাকাব্যে লিপিবদ্ধ হয়েছে ভগবান শ্রী রামের মহিমা, ভক্তি ও নীতির চিরন্তন বাণী, যা যুগে যুগে মানবহৃদয়ে জাগিয়েছে সত্য, সৌন্দর্য ও ভক্তির আলো।… pic.twitter.com/HjBF3TkesK