মুম্বই , ৭ আগস্ট :গড়চিরৌলির মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিজনদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, মৃত প্রত্যেকের পরিবারকে চার লক্ষ টাকা করে এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত ,মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় সকালবেলা হাঁটতে বেরিয়ে দুর্ঘটনায় কবলে পড়ল ৬ কিশোর । ঘটনাটি ঘটেছে ,বৃহস্পতিবার সকালে কাটলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ,এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয় তাঁরা। কাটলি গ্রামে বৃহস্পতিবার ভোরে মর্নিং ওয়াকে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয় ছয় কিশোর। গড়চিরৌলি-আরমোরি জাতীয় সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কিশোরের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও ৩ কিশোর চিকিৎসাধীন।
এক পুলিশ আধিকারিক জানান , মৃত তিন কিশোরের নাম তানভির বালাজি মানকর (১৬), টিঙ্কু নামদেও ভোয়ার (১৪) ও দুশ্যন্ত দুর্যোধন মেশরাম (১৫)। আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নাগপুরে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান,দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।