পিথোরাগড়, ৭ আগস্ট : খারাপ আবহাওয়ার জেরে আটকে পড়ল মানস-কৈলাস তীর্থযাত্রীদের চতুর্থ দলটি। পিথোরাগড়ের দারচুলা বেস ক্যাম্পে সকলকে আটকে দিয়েছে প্রশাসন। তারা জানিয়েছে, আরও উপরের রাস্তায় পাহাড়ের গা থেকে বড় বড় পাথর ভেঙে পড়েছে। এই অবস্থায় মানস সরোবরের রাস্তা বিপদসঙ্কুল হয়ে উঠেছে। এই দলটিতে ৪৮ জন তীর্থযাত্রী রয়েছেন। এর মধ্যে ১৪ জন মহিলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাঁরা।