নয়াদিল্লি, ৭ আগস্ট : নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ভোট চুরি করার জন্য বিজেপির সঙ্গে যোগসাজশ করছে। বৃহস্পতিবার নতুন দিল্লির ইন্দিরা ভবনে এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছেন।
তিনি বলেছেন, "মহারাষ্ট্রে ৫ মাসের মধ্যে ৫ বছরের তুলনায় আরও বেশি ভোটার যোগ হওয়ায় আমাদের সন্দেহ হয় এবং বিকেল ৫টার পর ভোটার উপস্থিতির হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিধানসভায় আমাদের জোটের পতন ঘটে এবং লোকসভায় আমাদের জোটের জয় হয়। খুবই সন্দেহজনক। আমরা দেখতে পেলাম, লোকসভা এবং বিধানসভার মধ্যে এক কোটি নতুন ভোটার এই খেলায় অংশ নিয়েছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই প্রবন্ধটি লিখেছিলাম এবং আমাদের যুক্তির মূল কথা ছিল যে, মহারাষ্ট্র নির্বাচন চুরি হয়েছে। ভোটার তালিকা এই দেশের সম্পত্তি। নির্বাচন কমিশন আমাদের ভোটার তালিকা দিতে অস্বীকার করে।"
রাহুল গান্ধী আরও বলেছেন, "এরপর তারা খুব মজার কিছু করেছিল। তারা বললো আমরা সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলবো। এটা আমাদের কাছে অবাক করার মতো ছিল, কারণ মহারাষ্ট্রে বিকেল ৫.৩০ টার পরে বিপুল ভোটগ্রহণের সংখ্যা যোগ করার জন্য একটি প্রশ্ন ছিল। আমাদের লোকেরা জানত যে, ভোটকেন্দ্রে এমন কোনও ঘটনা ঘটেনি। বিকেল ৫.৩০ টার পরে কোনও বিশাল ভোটগ্রহণ হয়নি। এই দুটি বিষয় আমাদের যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে, ভারতের নির্বাচন কমিশন ভোট চুরি করার জন্য বিজেপির সঙ্গে যোগসাজশ করছে।"