Life Style News

1 day ago

Home Decor Tips:সস্তায় ঘর সাজানোর ৭টি দুর্দান্ত উপায়, বাজেট কম হলেও ঘর হবে সুন্দর!

cheap home decor ideas
cheap home decor ideas

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বাড়ি মানেই তো শুধু চার দেওয়াল নয়, তার সঙ্গে জুড়ে থাকে অনুভব, রুচি এবং ভালোলাগা। তবে অনেকেই ভাবেন, ঘর সাজাতে গেলে বুঝি মোটা অঙ্কের খরচ হবে। এই ধারণা ভুল। বাজেটের মধ্যেই সুন্দরভাবে ঘর সাজানো সম্ভব — দরকার শুধু একটু পরিকল্পনা আর কিছু সৃজনশীলতা। জেনে নিন সস্তায় ঘর সাজানোর ৭টি সহজ কিন্তু কার্যকরী উপায়।

১. পুরনো জিনিস নতুনভাবে ব্যবহার

ফেলে দেওয়ার বদলে পুরনো বোতল, কাপ, কাগজের বাক্সকে রং করে ফুলদানি বা পেন হোল্ডার বানিয়ে ফেলুন। DIY (Do It Yourself) পদ্ধতিতে আপনি নিজের ঘরের জন্য ইউনিক শো পিস বানাতে পারবেন।

২. কুশন কভার ও পর্দায় বদল আনুন

বাড়ির লুক বদলাতে চাইলে প্রথমেই বদল আনুন কুশন কভার আর পর্দায়। রঙিন বা প্রিন্টেড ডিজাইনের কভার ও সাশ্রয়ী দামের ফ্যাব্রিক দিয়ে খুব সহজেই ঘর পাবে নতুনত্ব।

৩. দেওয়ালে আর্ট বা পোস্টার

যারা পেইন্টিং কিনতে পারেন না, তারা প্রিন্টেড আর্ট, মুভি পোস্টার বা নিজের তোলা ছবিকেও ফ্রেমে সাজিয়ে দেওয়ালে লাগাতে পারেন। এতে ঘরে আসবে একটা আর্টিস্টিক ফিল।

৪. মোমবাতি ও fairy lights এর জাদু

বাজেট খুব কম? কোনো সমস্যা নেই। Fairy lights বা সুগন্ধি মোমবাতি ঘরের পরিবেশকেই বদলে দিতে পারে। সন্ধেবেলা আলোর খেলা ঘরকে করে তোলে রোমান্টিক ও শান্তিপূর্ণ।

 ৫. ইনডোর প্ল্যান্ট রাখুন

সস্তা হলেও ইনডোর গাছ ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তোলে। মানসিক প্রশান্তির জন্যও এটা দারুণ। মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট বা সুকুলেন্ট রাখতে পারেন।

৬. ফ্লি মার্কেট বা অনলাইন ডিসকাউন্ট খুঁজুন

দামী দোকান নয়, মাঝে মাঝে লোকাল মার্কেট বা অনলাইন সেলে দারুণ হোম ডেকোর আইটেম পাওয়া যায়। দরদাম করে নিতে পারলে বাজেটেও মানানসই সাজ আসবে।

৭. মেমোরি কর্নার বানান

ছোট একটা কোণ তৈরি করুন যেখানে থাকবে আপনার প্রিয় ফটো, ছোট উপহার বা স্মৃতিচিহ্ন। এটি শুধু ঘরের রূপই বাড়াবে না, আপনার আবেগও জড়িয়ে থাকবে তাতে।

ঘর সাজানোর জন্য মোটা অঙ্কের বাজেটের প্রয়োজন নেই — প্রয়োজন কেবল একটু সৃজনশীলতা, পরিকল্পনা এবং রুচিশীল চিন্তা। পুরনো জিনিস পুনর্ব্যবহার, DIY আইডিয়া, ইনডোর গাছ, আলো ও রঙের খেলা — সব কিছুই একসঙ্গে মিলে আপনার সাধ্যের মধ্যেই গড়ে তুলতে পারে স্বপ্নের মতো একটি সাজানো ঘর। নিজের মতো করে সাজানো এই ঘর আপনাকে দেবে প্রশান্তি ও ভালো থাকার অনুভব, যা কোনও দামি জিনিস দিয়েও কেনা যায় না।

তাই আজ থেকেই শুরু করুন — কম খরচে, অনেক স্টাইল নিয়ে।


You might also like!