নয়াদিল্লি, ৩১ জুলাই : দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী যাদব জানিয়েছেন, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে, তাঁর আশীর্বাদ নিয়েছি।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রাক্কালে মোহন যাদব বলেন, "আমরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছি। ভারত সরকারের মন্ত্রীরা আমাদের অনুপ্রাণিত করেন এবং তাদের সহায়তায় আমরা ভালোভাবে কাজ করতে সক্ষম। আমাদের তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে।"