Country

3 hours ago

National Handloom Day 2025: ভারতীয় তাঁত শিল্প বিশ্বের সুস্থায়ী পণ্যের দাবি পূরণ করছে,গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বৃহস্পতিবার দিল্লিতে সন্ত কবির হ্যান্ডলুম পুরস্কার এবং জাতীয় হ্যান্ডলুম পুরস্কার ২০২৫ প্রদান করেছেন। এই পুরস্কারের লক্ষ্য হল তাঁতি, ডিজাইনার, বিপণনকারী, স্টার্ট-আপ এবং উৎপাদক কোম্পানিগুলির কাজের স্বীকৃতি প্রদান করা, যারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১১-তম জাতীয় তাঁত দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, এখন বিশ্ব সুস্থায়ী টেক্সটাইল পণ্যের দাবি করছে এবং ভারতীয় তাঁত শিল্প সেই চাহিদা পূরণ করছে। বিশ্বজুড়ে তাঁত পণ্য জনপ্রিয় করার আহ্বান জানান গিরিরাজ সিং। তিনি আরও উল্লেখ করেন, তাঁর মন্ত্রক দেশের তাঁতিদের নকশা রক্ষা করার জন্য কাজ করছে।

You might also like!