Country

6 hours ago

CRPF jawans killed: উধমপুরে গাড়ি দুর্ঘটনায় দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু, আহত ১২ জন

CRPF jawans killed in J&K Udhampur district
CRPF jawans killed in J&K Udhampur district

 

উধমপুর, ৭ আগস্ট : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দু'জন সিআরপিএফ জওয়ান। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উধমপুর জেলার বসন্তগড় এলাকার কান্দোয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে সিআরপিএফ জওয়ানরা ছিলেন, কান্দোয়া-বসন্তগড় সড়কে সিআরপিএফ-এর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট বলেছেন, “দুর্ঘটনায় দু'জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।” কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও। সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার কান্দোয়া থেকে বসন্ত গড় যাওয়ার পথে সিআরপিএফ-এর ১৮৭ ব্যাটালিয়নের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা সমস্ত কর্মী আহত হয়েছেন এবং দু'জন মারা গিয়েছেন।

You might also like!