Country

8 hours ago

Amit Shah on Tagore:তাঁর চিন্তাধারা যুগ যুগ ধরে আমাদের প্রেরণা জোগাবে, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা অমিত শাহর

Rabindranath Tagore birth anniversary
Rabindranath Tagore birth anniversary

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : “মহান সাহিত্যিক, জাতীয় সঙ্গীতের রচয়িতা ও ভারতীয় দর্শনের বিশ্বদূত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে জানাই শতকোটি প্রণাম।” বৃহস্পতিবার এভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক্সবার্তায় অমিতবাবু লিখেছেন, “স্বাধীনতা আন্দোলনের সময় তাঁর কালজয়ী রচনাগুলি জাতিকে আত্মগৌরব, সাংস্কৃতিক চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় উজ্জীবিত করে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ভারতীয় জ্ঞান ও পরম্পরাভিত্তিক শিক্ষার ভিত্তি দৃঢ় করেন এবং জাতিকে উপহার দেন গর্বের জাতীয় সঙ্গীত। গুরুদেবের চিন্তাধারা যুগ যুগ ধরে আমাদের প্রেরণা জোগাবে।”


You might also like!