জামশেদপুর, ২ আগস্ট : স্নানকক্ষে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঝাড়খণ্ডের মন্ত্রী রামদাস সোরেন। বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। মন্ত্রীকে টাটা মোটরস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝাড়খণ্ড সরকারের স্কুল শিক্ষা, সাক্ষরতা ও নিবন্ধন মন্ত্রী এবং ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেন শনিবার সকালে ঘোড়াবান্ধায় নিজ বাসভবনের বাথরুমে পিছলে পড়ে যান। বাথরুমে পড়ে যাওয়ায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাঁকে তাৎক্ষণিকভাবে টাটা মোটরস হাসপাতালে নিয়ে যান, যেখানে ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। শোনা যাচ্ছে, আরও ভালো চিকিৎসার জন্য মন্ত্রীকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। মন্ত্রীর শারীরিক অবস্থা কেমন আছে, তা এখনও জানা যায়নি।