চাইবাসা, ১১ অক্টোবর : ঝাড়খণ্ডের চাইবাসায় দু'টি আইইডি ফেটে বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে একজন ইন্সপেক্টর, এএসআই এবং হেড কনস্টেবল। শনিবার ঘটনাটি ঘয়েছে চাইবাসার জারাইকেলা থানার আওতাধীন সারান্দা বনাঞ্চলে। শনিবার সকালে ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, চাইবাসার জরাইকেলা থানার অন্তর্গত সারন্দা বনাঞ্চলে, দুটি আইইডি বিস্ফোরণে একজন ইন্সপেক্টর, একজন এএসআই ও একজন হেড কনস্টেবল-সহ সিআরপিএফ-এর ৬০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য রাউরকেলায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর (অসমের বাসিন্দা) প্রাণ হারান।"