Jharkhand

2 hours ago

Arjun Munda: শিবু সোরেনের প্রয়াণ ঝাড়খণ্ড তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি,অর্জুন মুন্ডা

Arjun Munda
Arjun Munda

 

জামশেদপুর, ৪ আগস্ট : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের প্রয়াণে শোকাহত বিজেপি নেতা অর্জুন মুন্ডা। শোকবার্তায় মুন্ডা জানিয়েছেন, শিবু সোরেনের প্রয়াণ ঝাড়খণ্ড তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।সোমবার অর্জুন মুন্ডা বলেছেন, শিবু সোরেনের মৃত্যু সমগ্র রাজ্য এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ তিনি সর্বদা সংগ্রামে নিযুক্ত থাকার সময় জনসচেতনতাকে শক্তিশালী করেছিলেন এবং জনগণের সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সোচ্চার ছিলেন। পৃথক রাজ্যের আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা রাজ্য বা দেশ কেউই ভুলতে পারবে না। মহাজন ও শোষকদের বিরুদ্ধে লড়াই করার সময় ঝাড়খণ্ড আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি সর্বদা বঞ্চিত ও আদিবাসীদের কণ্ঠস্বর হিসেবে জনগণের সেবা করেছেন। আজ তাঁর মৃত্যু আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি ঝাড়খণ্ড এবং এর জনগণের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং এটি ঝাড়খণ্ডের জন্য বিরাট ক্ষতি করেছে।"


You might also like!