ঝাড়খণ্ড, ৭ সেপ্টেম্বর : ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, তার নাম অমিত হাঁসদা ওরফে আপটন। সে সিপিআই মাওবাদী জোনাল কমান্ডার।
জানা গেছে, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার গোইলকেরা থানার বুরজুয়া পাহাড় এলাকায় রবিবার ভোরে এই গুলির লড়াই হয়। ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে পুলিশ গোপন তথ্য পেয়েছিল। এর পর, রবিবার ভোরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল তল্লাশি অভিযানে যায়। নিরাপত্তা বাহিনীকে দেখে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলির জবাব দেয়। কয়েক ঘন্টা ধরে চলা এই গুলির লড়াইয়ে সিপিআই মাওবাদী জোনাল কমান্ডার অমিত হাঁসদা ওরফে আপটন নিহত হন। ঝাড়খণ্ড সরকার তার উপর ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ঘটনাস্থল থেকে মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসপি রাকেশ রঞ্জন একজন মাওবাদীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। তল্লাশি অভিযান চলছে।