Game

1 week ago

Afghanistan Cricket Rule: আফগান ক্রিকেটারদের দেশের বাইরে লিগে ইচ্ছেমতো খেলার স্বাধীনতায় লাগাম টানছে আফগানিস্তানের বোর্ড

Afghan Cricketers Limited to 3 Leagues
Afghan Cricketers Limited to 3 Leagues

 

কাবুল, ১৫ জানুয়ারি  : আফগান ক্রিকেটারদের দেশের বাইরে লিগে অংশগ্রহণ নিয়ে নতুন নীতি গ্রহণ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইচ্ছেমতো সব লিগে খেলার অনুমতি আর দেওয়া হবে না ক্রিকেটারদের। ঠিক করে দেওয়া হয়েছে বছরে তিনটির বেশি বিদেশের লিগে খেলতে পারবেন না রাশিদ খান, মোহাম্মাদ নাবিরা। কাবুলে বুধবার এসিবির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসিবির বিবৃতিতে বলা হয়, নানা দিক ভাবনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসিবি জানিয়েছে,"ক্রিকেটারদের ফিটনেসের সুরক্ষা ও মানসিকভাবে ভালো থাকার ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে বিদেশি লিগে খেলার ব্যাপারে এই নতুন নীতি অনুমোদন করা হয়েছে। ক্রিকেটাররা এখন থেকে আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং আর মাত্র তিনটি আন্তর্জাতিক লিগে খেলতে পারবেন। ক্রিকেটারদের ওয়ার্কলোড সামলানো এবং জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স নিশিচত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

You might also like!